মালদা-পাট বোঝাই পিক্যাপ ভ্যানে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আগুনে পুড়ে ছাই হয়ে গেল সমস্ত পাট। আগুনে ব্যাপকভাবে, ক্ষতিগ্রস্ত হল পিক্যাপ ভ্যানটিও।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর কার্তিক সরকার পাড়া এলাকায়। জানা গেছে, এদিন ওই এলাকার রাস্তার ধারে পাট বোঝাই একটি পিক্যাপ ভ্যান দাঁড়িয়েছিল। হঠাৎ করেই সেই পিক্যাপ ভ্যানে আগুন ধরে যায়।
দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। বিধ্বংসী আগুনে পিক্যাপ ভ্যানে বোঝাই সমস্ত পাট আগুনে পুড়ে নষ্ট হয়। সেই সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত হয় পিক্যাপ ভ্যানটিও। পরে দমকলের একটি ইঞ্জিন নিয়ে গিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
