দিল্লি – বৃহস্পতিবার সকালে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চল। সকাল ৯টা ০৪ মিনিট নাগাদ অনুভূত এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জর জেলায়, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থলটি ঝাজ্জর থেকে ৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, রোহতক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং নতুন দিল্লি থেকে ৫১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল।
ভূকম্পনের তীব্রতা এতটাই ছিল যে দিল্লি, গুরগাঁও, নয়ডা ও ফারিদাবাদে বসবাসকারী মানুষজন তা স্পষ্টভাবে অনুভব করেন। আতঙ্কে অনেকেই ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ভূমিকম্পের পর পরই প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গভীরতা কম থাকায় এই ভূকম্পন বেশ জোরালো অনুভূত হয় বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহল। রাজধানীতে এমন আচমকা ভূমিকম্পে স্বাভাবিক জনজীবনে খানিকটা চাঞ্চল্য ছড়ায়। তবে পরিস্থিতি এখন স্থিতিশীল বলে জানা গেছে।
