হঠাৎ করে ভোপাল কেন যাচ্ছেন আয়ুষ্মান খুরানা??

হঠাৎ করে ভোপাল কেন যাচ্ছেন আয়ুষ্মান খুরানা??

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৩জুলাই ২০২১: অভিনেতাকে হঠাৎ করেই যেতে হচ্ছে ভোপাল, কিন্তু কেন? সেই প্রশ্নই তুলেছেন অভিনেতার ফ্যানরা। আসলে তাঁর পরবর্তী ছবি ‘ডক্টর জি’। এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করবেন তিনি। ঘোষণার পর থেকেই ছবি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু করতে চলেছেন আয়ুষ্মান।আর সেই জন্য তিনি যাবেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে।শুরু থেকেই ‘ডক্টর জি’র মেকিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আয়ুষ্মান। বলি অন্দর বলছে, ছবির চিত্রনাট্য নাকি অসাধারণ। তাই প্রতিবারের মতো এবারও অন্য কিছুর থেকে স্ক্রিপ্টের প্রতিই আগ্রহ বেশি অভিনেতার। যে কারণে ‘আয়ুষ্মান টাইপ ফিল্ম’ নামই হয়ে গিয়েছে ছবিগুলির। ছবি নির্মাতাদের নতুন পথ দেখাতে শুরু করেছে বিষয়বস্তু নির্ভর ছবি।

‘ডক্টর জি’র প্রযোজক জাংলি পিকচার্স। এর আগে ‘বাধাই হো’ এবং ‘বারেলি কি বারফি’র মতো ছবি তৈরি করেছে এই প্রযোজনা সংস্থা। ছবির পরিচালক অনুভূতি কাশ্যপ। তিনি সম্পর্কে অনুরাগ কাশ্যপের বোন। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করছেন রাকুল প্রীত। এই প্রথম একসঙ্গে কাজ করবেন এই দুই বলি তারকা। আয়ুষ্মানের চরিত্রের নাম ডাঃ উদয় সিং। রাকুলকে দেখা যাবে ডাঃ ফাতিমার চরিত্রে। সে একজন ডাক্তারির ছাত্রী। আয়ুষ্মান ছবিতে তাঁর সিনিয়র।এখন শুধু ছবিটি মুক্তির আশায় মুখিয়ে রয়েছেন অভিনেতার ফ্যানরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top