শীঘ্রই মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

শীঘ্রই মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হতে

শীঘ্রই মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া!। সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাসের বিয়ে ভাঙনের খবরে বলিউডসহ পুরো মিডিয়াপাড়া সরব ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে নিজের নামের সঙ্গে স্বামীর নামের অংশ ‘জোনাস’ মুছে ফেলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর জেরে প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে উঠেছে। নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন হলো, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো বিয়েবিচ্ছেদ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কাও।

 

বিয়েবিচ্ছেদের আগে সামান্থাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম থেকে স্বামী নাগা চৈতন্যর ‘আক্কিনেনি’ পদবি মুছে দিয়েছিলেন। প্রিয়াঙ্কাও সে পথে হাঁটছেন কি না, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। এ নিয়ে এখনও প্রিয়াঙ্কা কিছু না বললেও মুখ খুলেছেন তার মা মধু চোপড়া। তিনি বলেন, ‘এটা একদম বাজে কথা, এসব গুজব ছড়াবেন না।’ নাম পরিবর্তন করলেও প্রিয়াঙ্কা-নিক ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করেন। পাশাপাশি দুজন দুজনের ছবিতে লাইক ও আদুরে মন্তব্য বজায় রেখেছেন।

 

আবার এদিকের সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নতুন এক খবরের আভাস দিয়ে রাখলেন এই অভিনেত্রী। তার এ আভাস বুঝতে বাকি নেই অনুরাগীদের জন্য। ইন্টারনেটভিত্তিক প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নিকের ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’ নামে এক অনুষ্ঠান। সে অনুষ্ঠানে জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে মজা করেন। প্রিয়াঙ্কা সেখানে তার এবং নিকের বিয়ে নিয়ে বলেন, ‘লোকে তো ভাবে আমাদের সম্পর্কটি মানুষকে দেখানোর জন্য। এ পরিবারে আমরাই একমাত্র দম্পতি, যাদের কোনো সন্তান নেই এখনও। উই আর এক্সপেক্টিং আ… (অপূর্ণ বাক্য)।

 

আর ও পড়ুন    বিশ্বজুড়ে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

 

তার এ অপূর্ণ একটি কথাই জল ঢেলে দিয়েছে সোমবার তৈরি হওয়া বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে। নেটিজেনদের ধারণা, শীগ্রই মা হতে চলেছেন এই অভিনেত্রী। দ্রুতই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেবেন প্রিয়াঙ্কা। এদিকে বিয়ের পরেই প্রিয়াঙ্কা তার স্বামী নিকের পদবি জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন দেখতে পাওয়া যায়। উধাও হয় ‘জোনাস’ এবং ‘চোপড়া’। তিনি ফিরে গেলেন কেবল নিজের নামে। নিজের পদবিও নেই সেখানে। ব্যস, বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত পেয়ে চিন্তায় অনুরাগীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top