Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
How to be a good parent? Learn the secret tips to be a good parent

কিভাবে হবেন ভালো বাবা-মা ? জানুন ভালো বাবা মা হওয়ার গোপন টিপস

কিভাবে হবেন ভালো বাবা-মা ? জানুন ভালো বাবা মা হওয়ার গোপন টিপস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হবেন

কিভাবে হবেন ভালো বাবা-মা ? জানুন ভালো বাবা মা হওয়ার গোপন টিপস। বাবা ও মা। শব্দ দুটি পৃথিবীর সবচেয়ে অন্যরকম, সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে ভালবাসার, যা ধরে ডাক দিলে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বলে মনে হয়। মনে হয় যে, আমি এমন এক জিনিসের অধিকারী, যা শত কেন হাজার কিছুর বিনীময়েও পাওয়া সম্ভব নয়।

 

বাবা-মা একজন সন্তানের জন্য ঠিক একটি ‘বাড়ি’ স্বরূপ। ঠিক যেমনটি একটি বাড়ি কল্পনা করলে বাড়িটির চার দেয়াল হচ্ছে ‘মা’, এবং এ বাড়িটির ছাদ হচ্ছে ‘বাবা’। মা সার্বক্ষনিক ভাবে তার সন্তানের যেভাবে লালন পালন করে, সর্বদা তার মঙ্গল কামনা করে, ঠিক বাবাও কোন অংশে কম নয়। একটি বাড়ির যেমন শুধু চার দেয়ালেই শেষ নয়, ছাদ ছাড়া যেমন বাড়িটা অপূর্ণ, ঠিক তেমনি বাবা ছাড়া একটি পরিবার, একটি বন্ধন অপুর্ণ। বাবার আশ্রয় যার নেই সে যেন পৃথিবীর সবচেয়ে অমুল্য সম্পদ থেকে বঞ্চিত।

 

 

আর ও  পড়ুন    আটক শাহরুখ পুত্র আরিয়ান, চলছে জিজ্ঞাসাবাদ, জা্ননু বিস্তারিত

 

 

আর যার মা নেই, সে যেন পৃথিবীর আলো থেকেই বঞ্চিত। আবার সন্তান শাসন করতে গিয়ে বাবা-মা অনেক সময় সন্তানদের প্রতি দুর্ব্যবহার করে ফেলেন। আর এই সন্তানদের প্রতি বাবামায়ের দুর্ব্যবহারের প্রভাব হতে পারে খুবই খারাপ। ইংরেজিতে একে বলা হয় ব্যাড পেরেন্টিং। কেউ কেউ এই বিষয়ে সচেতন নন। তবে অনেকেই আছেন, যাঁরা এই বিষয়ে জেনেও গুরুত্ব দেন না।

 

চলুন জেনে নেওয়া যাক ব্যাড পেরেন্টিং-র লক্ষণ ও এর কুপ্রভাব।ব্যাড পেরেন্টিং-র খুব খারাপ প্রভাব পড়ে শিশুদের মনে। এমনকী তারা সমাজবিরোধী মানসিকতারও হয়ে উঠতে পারে। বাড়তে পারে শিশুর মানসিক চাপ। বেড়ে যেতে পারে জেদ। পাশাপাশি আসতে আসতে হারিয়ে যেতে পারে শিশুর কোমল স্বভাব। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের তুলনায় শিশুদের বেশি বকাঝকা করা ব্যাড পেরেন্টিং-র লক্ষণ।

 

আর ও পড়ুন    আপনার সঙ্গী কি ভালো না প্রতারক? বলে দেবে পায়ের সাইজ

 

এছাড়া সকলের সামনে ছেলেমেয়েকে কড়া অনুশাসনে থাকতে বাধ্য করাও এক ধরণের ব্যাড পেরেন্টিং-র লক্ষণ। কথায় কথায় শিশুকে পরামর্শ দেওয়া এবং কোনও কাজে উৎসাহ না দেওয়াও এর লক্ষণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিশুদের ভালবেসে না বোঝালে তারা মানসিকভাবে বাবামায়ের থেকে দূরে সরে যেতে পারে। কিছু কিছু বাবামায়েরা সন্তানদের জন্য সম্পূর্ণ গাইডলাইন তৈরি করে রাখেন। আর শুধু তাই নয়, যে কোনও বিষয়ে অপর শিশুদের সঙ্গে নিজের সন্তানের তুলনা করেন। বিশেষজ্ঞরা বলছেন, নিজের ছেলেমেয়ের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া ব্যড পেরেন্টিং-এরই লক্ষণ।

 

 

আবার শিশুদের সামনে ভুল উদাহরণ তৈরি করা বা তাকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়ায় ঠিক নয়। একইসঙ্গে সন্তানদের বিশ্বাস না করা এবং তাদের জন্য আলাদা করে সময় বের না করাও ঠিন নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই বিশেজ্ঞদের পরামর্শ, শিশুদের ওপরে কখনও চিৎকার ও তাদের মারধর করা উচিত নয়। শিশুরা ভুল করলে ঠান্ডা মাথায় বোঝান। তাদের কথাও মন দিয়ে শুনুন। ভাল কাজের জন্য পুরস্কার এবং অন্যায়ের জন্য শাস্তি দিন। তবে মনে রাখেন শাস্তি মানে মারধর নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top