গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫০ জন। গোটা দেশজুড়ে ফের লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, দেশে তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। ওমিক্রন-এর হাত ধরেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিল্লি, মুম্বই, পশ্চিমবঙ্গের মতো মেট্রো সিটিতে কড়া বিধিনিষেধ আরোপ করার পরেও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫০। একলাফে ২২.৫ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণের হার।
পরিসংখ্যান বলছে, রবিবারের তুলনায় সোমবার মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় বলি হয়েছেন ১২৩ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ১৫২৫। মহারাষ্ট্র, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আরও বেড়ে সোমবারে দাঁড়িয়েছে ১৭০০।
এদিকে দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হতেই সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। ইতিমধ্যেই ৮ লক্ষ ছেলেমেয়ে কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করিয়েছে। পড়ুয়ারা পাবে কোভ্যাক্সিন টিকা। ইতিমধ্যেই স্কুলগুলিতে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।
আর ও পড়ুন রাজ্যে জমিয়ে নেমেছে শীত, রাতের তাপমাত্রা আরও নামবে
উল্লেখ্য, গোটা দেশজুড়ে ফের লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, দেশে তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। ওমিক্রন-এর হাত ধরেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিল্লি, মুম্বই, পশ্চিমবঙ্গের মতো মেট্রো সিটিতে কড়া বিধিনিষেধ আরোপ করার পরেও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫০। একলাফে ২২.৫ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণের হার।
পরিসংখ্যান বলছে, রবিবারের তুলনায় সোমবার মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় বলি হয়েছেন ১২৩ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ১৫২৫। মহারাষ্ট্র, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আরও বেড়ে সোমবারে দাঁড়িয়েছে ১৭০০।