হরভজন সিং মাসিক বেতন নেবেন না, বরং তা দান করবেন কৃষকদের কন্যাসন্তানদের কল্যাণে। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ হরভজন সিং মাসিক বেতন নেবেন না। বরং সেই টাকা দেশের কৃষকদের কন্যাসন্তানদের কল্যাণে দান করবেন তিনি। এমনকি সাংসদ হিসেবে সমাজের হিতে যতটা সম্ভব কাজ তিনি করবেন। নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে একথাই জানালেন তিনি। টুইটারে তিনি লেখেন, “রাজ্যসভার সাংসদ হিসেবে আমি বেতন নেব না।
বরং সেই টাকা দেশের কৃষকদের কন্যাসন্তানদের কল্যাণে এবং শিক্ষায় ব্যয় করব। পাশাপাশি দেশ তথা সমাজকল্যাণে সাধ্যমতো অবদান রাখব। জয় হিন্দ।” প্রসঙ্গত, গত মাসেই পঞ্জাব থেকে সংসদের উচ্চকক্ষে আপের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন হরভজন সিং। ৩১ মার্চের রাজ্যসভার ভোটে আপ মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন হরভজন সিং, লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অশোক মিত্তল, দিল্লি আইআইটির প্রফেসর সন্দীপ পাঠক এবং উদ্যোগপতি সঞ্জীব আরোরা। প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ হরভজন সিং মাসিক বেতন নেবেন না। বরং সেই টাকা দেশের কৃষকদের কন্যাসন্তানদের কল্যাণে দান করবেন তিনি। এমনকি সাংসদ হিসেবে সমাজের হিতে যতটা সম্ভব কাজ তিনি করবেন। নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে একথাই জানালেন তিনি। টুইটারে তিনি লেখেন, “রাজ্যসভার সাংসদ হিসেবে আমি বেতন নেব না। বরং সেই টাকা দেশের কৃষকদের কন্যাসন্তানদের কল্যাণে এবং শিক্ষায় ব্যয় করব। পাশাপাশি দেশ তথা সমাজকল্যাণে সাধ্যমতো অবদান রাখব।
জয় হিন্দ।” প্রসঙ্গত, গত মাসেই পঞ্জাব থেকে সংসদের উচ্চকক্ষে আপের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন হরভজন সিং। ৩১ মার্চের রাজ্যসভার ভোটে আপ মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন হরভজন সিং, লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অশোক মিত্তল, দিল্লি আইআইটির প্রফেসর সন্দীপ পাঠক এবং উদ্যোগপতি সঞ্জীব আরোরা। প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।