উদ্ধার হরিণের ছাল সহ প্যাঙ্গোলিনের আঁশ

উদ্ধার হরিণের ছাল সহ প্যাঙ্গোলিনের আঁশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হরিণের

উদ্ধার হরিণের ছাল সহ প্যাঙ্গোলিনের আঁশ। পর পর বড় সর সাফল্য পেলো জলপাইগুড়ি জেলার  শারুগারা বনদপ্তর। এবার বন্ন দফতরের অভিযানে   উদ্ধার  হলো হরিণের ছাল সহ প্যাঙ্গোলিনের আঁশ। শনিবার মাছের গাড়ি থেকে লক্ষাধিক টাকার কচ্ছপ উদ্ধারের পর ফের রবিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওদলাবাড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হল ১৫৫ সেন্টিমিটার হরিণের ছাল সহ ২ কিলো ১০০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ।

 

বনদপ্তর সূত্রে জানা গেছে রবিবার ভোর চারটা নাগাদ আসামের তেজপুর থেকে তিন ব্যাক্তি একটি ছোট গাড়িতে করে নেপালে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল লক্ষাধিক টাকার এই হরিণের ছাল ও প্যাঙ্গোলিন এর আঁশ গুলি।

 

আর ও পড়ুন    ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

 

সেই সময় শারুগাড়া বনদপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি টিম ক্রেতা সেজে ওদলাবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় ঘাঁটি গড়ে। কিন্তু তৎক্ষণাৎ চোরাশিকারিরা বেগতিক বুঝতে পেরে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও বিষ্ণু জৈন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শারুগারা বনদপ্তর।রবিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

 

উল্লেখ্য, উদ্ধার হরিণের ছাল সহ প্যাঙ্গোলিনের আঁশ। পর পর বড় সর সাফল্য পেলো জলপাইগুড়ি জেলার  শারুগারা বনদপ্তর। এবার বন্ন দফতরের অভিযানে   উদ্ধার  হলো হরিণের ছাল সহ প্যাঙ্গোলিনের আঁশ। শনিবার মাছের গাড়ি থেকে লক্ষাধিক টাকার কচ্ছপ উদ্ধারের পর ফের রবিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওদলাবাড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হল ১৫৫ সেন্টিমিটার হরিণের ছাল সহ ২ কিলো ১০০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ।

 

বনদপ্তর সূত্রে জানা গেছে রবিবার ভোর চারটা নাগাদ আসামের তেজপুর থেকে তিন ব্যাক্তি একটি ছোট গাড়িতে করে নেপালে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল লক্ষাধিক টাকার এই হরিণের ছাল ও প্যাঙ্গোলিন এর আঁশ গুলি। সেই সময় শারুগাড়া বনদপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি টিম ক্রেতা সেজে ওদলাবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় ঘাঁটি গড়ে। কিন্তু তৎক্ষণাৎ চোরাশিকারিরা বেগতিক বুঝতে পেরে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও বিষ্ণু জৈন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শারুগারা বনদপ্তর।রবিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top