সুন্দরবনের নদীতে ভেসে এলো হরিণের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য । ফের সুন্দরবনের নদীতে হরিণের মৃতদেহ ভেসে আসায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মৈপিঠের কাছে। মঙ্গলবার বেলায় বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বনবিভাগে খবর দেন। বনকর্মীরা নদী থেকে হরিণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুলতলি বিট অফিসে পাঠায়।
ময়নাতদন্তের সময় জানা যায় হরিণটি অন্তঃসত্ত্বা ছিল। ঠিক কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে হরিণের গলায় নখ ও কামড়ের দাগ দেখে বন দফতরের অনুমান, বাঘের কামড়ে মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক মহিলা হরিণের।
আর ও পড়ুন মমতার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ
এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে মনে করছি বাঘের কামড়েই হরিণটি মৃত্যু হয়েছিল। পরে সেটি মতলা নদীতে ভেসে আসে। সেটি পূর্ণবয়স্ক মহিলা হরিণ এবং সে অন্তঃসত্ত্বাও ছিল।
তবে এই এলাকায় এধরণের ঘটনা নতুন নয়। আগেও বাঘের কামড়ে মৃত হরিণ ও বণ্য শূকরের দেহ ভাসতে দেখা গিয়েছে নদীতে।’ বন দপ্তর সূত্রে খবর দিন শেষ মৃত হরিণের দেহ পরীক্ষা করে দেখা হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। অন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সুন্দরবনের নদীতে ভেসে এলো হরিণের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য । ফের সুন্দরবনের নদীতে হরিণের মৃতদেহ ভেসে আসায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মৈপিঠের কাছে। মঙ্গলবার বেলায় বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বনবিভাগে খবর দেন।
বনকর্মীরা নদী থেকে হরিণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুলতলি বিট অফিসে পাঠায়।ময়নাতদন্তের সময় জানা যায় হরিণটি অন্তঃসত্ত্বা ছিল। ঠিক কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে হরিণের গলায় নখ ও কামড়ের দাগ দেখে বন দফতরের অনুমান, বাঘের কামড়ে মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক মহিলা হরিণের। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে মনে করছি বাঘের কামড়েই হরিণটি মৃত্যু হয়েছিল।
পরে সেটি মতলা নদীতে ভেসে আসে। সেটি পূর্ণবয়স্ক মহিলা হরিণ এবং সে অন্তঃসত্ত্বাও ছিল। তবে এই এলাকায় এধরণের ঘটনা নতুন নয়। আগেও বাঘের কামড়ে মৃত হরিণ ও বণ্য শূকরের দেহ ভাসতে দেখা গিয়েছে নদীতে।’ বন দপ্তর সূত্রে খবর দিন শেষ মৃত হরিণের দেহ পরীক্ষা করে দেখা হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। অন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।