হরিদেবপুর ৪১ পল্লীর ৬৮তম বর্ষে ভাবনা — ‘সোপান’

হরিদেবপুর ৪১ পল্লীর ৬৮তম বর্ষে ভাবনা — ‘সোপান’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পূজা হরিদেবপুর ৪১ পল্লী এ বছর পদার্পণ করেছে তাদের ৬৮তম বর্ষে। এবারের মূল ভাবনা ‘সোপান’, যার অর্থ সিঁড়ি বা ধাপ।

আয়োজকদের মতে, সোপান মানুষের জীবনের অগ্রযাত্রার প্রতীক। প্রতিটি ধাপ মানুষের সংগ্রাম, উন্নতি ও জীবনের একেকটি অধ্যায়কে নির্দেশ করে। মণ্ডপসজ্জা ও শিল্পকলা এই ভাবনাকেই তুলে ধরছে।

প্রতিবছরের মতোই এ বছরও অভিনব চিন্তাভাবনা ও মননশীল থিমের জন্য আলাদা মাত্রা পেয়েছে পূজা। দর্শনার্থীদের কাছে ‘সোপান’ কেবল শিল্পভাবনার প্রকাশ নয়, বরং জীবনদর্শনের প্রতিফলনও বটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top