ভাইরাল – রবিবার হরিদ্বারের কাঁখাল বৈরাগী ক্যাম্প এলাকায় দেখা মিলল এক বিশাল আকারের শঙ্খচূড় সাপের। প্রায় ১২ ফুট লম্বা এই বিষধর সরীসৃপকে ঘিরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুইক রেসপন্স টিম। কিন্তু সাপটিকে বশে আনতে গিয়ে হিমশিম খেতে হয় বনকর্মীদের।
চোখে রক্তচোখা ক্রোধ, ফণা উঁচিয়ে একের পর এক ছোবল মারার চেষ্টা— এমন দৃশ্য দেখা যায় ভাইরাল হওয়া ভিডিয়োতে। উদ্ধারকারী কর্মী সতর্কভাবে সাপটিকে বস্তায় বন্দি করার চেষ্টা করছিলেন, কিন্তু প্রতিবারই শঙ্খচূড়টি ফণা তুলে তাঁর দিকে তেড়ে আসে। আঁকশি ও লাঠির সাহায্যে দীর্ঘ সময়ের চেষ্টার পর অবশেষে হিংস্র সরীসৃপটিকে কব্জা করতে সক্ষম হন সেই সাহসী কর্মী।
বন দফতরের তরফে জানানো হয়েছে, উদ্ধার অভিযানের পর সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, এই দৃশ্য প্রত্যক্ষ করা প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত সেই ভিডিয়োটি ইতিমধ্যেই ১৪ লক্ষের বেশি বার দেখা হয়েছে এবং তিন হাজারেরও বেশি লাইক পড়েছে। উদ্ধারকারী কর্মীর সাহস, ধৈর্য ও দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।




















