অফবিট- হরিদ্বারে বিশ্বের প্রথম ‘ইন্টিগ্রেটেড হাইব্রিড’ ইমারজেন্সি হাসপাতালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পতঞ্জলি যোগপীঠের উদ্যোগে গড়ে ওঠা এই অভিনব হাসপাতাল আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে যোগ ও আয়ুর্বেদকে একত্রিত করে এক নতুন চিকিৎসা মডেল উপস্থাপন করেছে।
২৫০ শয্যাবিশিষ্ট এই অত্যাধুনিক হাসপাতালটিতে ইমারজেন্সি পরিষেবার পাশাপাশি উন্নত অস্ত্রোপচার ব্যবস্থা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং ভেষজ ও প্রাকৃতিক চিকিৎসার সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি চিকিৎসার ক্ষেত্রে দ্রুত ও সমন্বিত পরিষেবা দেওয়াই এই কেন্দ্রের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই ধরনের হাইব্রিড চিকিৎসা ব্যবস্থা ভারতের প্রাচীন চিকিৎসা ঐতিহ্যকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর মতে, আয়ুর্বেদ ও যোগের সঙ্গে অ্যালোপ্যাথির সমন্বয় ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থায় নতুন দিশা দেখাতে পারে।
পতঞ্জলি যোগপীঠের প্রতিষ্ঠাতা স্বামী রামদেব দাবি করেন, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত যোগচর্চার মাধ্যমে বহু জটিল রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব। তাঁর বক্তব্য, এই হাসপাতাল সেই দর্শনের বাস্তব রূপ, যা আগামী দিনে ভারতকে বিশ্বের অন্যতম প্রধান ‘স্বাস্থ্য গন্তব্য’ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
এই হাসপাতালের মাধ্যমে জরুরি চিকিৎসা, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা এবং প্রাকৃতিক চিকিৎসার এক সমন্বিত মডেল তৈরি হবে বলেই আশাবাদী পতঞ্জলি কর্তৃপক্ষ। চিকিৎসা ও সুস্থতার এই নতুন প্রয়াস ঘিরে ইতিমধ্যেই দেশ-বিদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের আগ্রহ তৈরি হয়েছে।



















