নদীয়ার হরিনঘাটা এমস হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ।। প্রসঙ্গত কল্যানী এমস হাসপাতলে বহিরা গতদের নিয়োগ বন্ধ করার দাবি তুলে এবং স্হানিয় যুবক যুবতীদের নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখায় কল্যানীর স্হানিয় নাগরিকরা। দলমত নির্বিশেষে এই বিক্ষোভে শামিল হয় এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি কল্যানীতে এমস হসপিটাল হওয়া সত্ত্বেও কেন কল্যানীর বেকার যুবক যুবতীরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে । এই দাবিতে মুলত বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।
দীর্ঘক্ষন ধরে তারা অবস্থান বিক্ষোভ করে এইমস হাসপাতালের মূল প্রবেশদ্বার এর সামনে। দীর্ঘদিন ধরেই কোন এক অসাধু চক্রের হাত দিয়েই বহিরাগতরা হাসপাতালের বিভিন্ন কাজের জন্য নিয়োগ হচ্ছে। অথচ এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজ না পেয়ে বেকারত্ব জ্বালায় ভুগছে। তাই স্থানীয় বাসিন্দাদের দাবি যারা স্থানীয় যুবক-যুবতী রয়েছে তাদের প্রথম নিয়োগ করতে হবে। কাজে নিয়োগের দাবি তুলে এই বিক্ষোভ দীর্ঘক্ষন ধরেই চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ।।
আরও পড়ুন – প্রবল বর্ষণ মালদায়-খুশির ঈদে অখুশি রইলেন মুসলিম সম্প্রদায়!
উল্লেখ্য, প্রসঙ্গত কল্যানী এমস হাসপাতলে বহিরা গতদের নিয়োগ বন্ধ করার দাবি তুলে এবং স্হানিয় যুবক যুবতীদের নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখায় কল্যানীর স্হানিয় নাগরিকরা। দলমত নির্বিশেষে এই বিক্ষোভে শামিল হয় এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি কল্যানীতে এমস হসপিটাল হওয়া সত্ত্বেও কেন কল্যানীর বেকার যুবক যুবতীরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে । এই দাবিতে মুলত বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। দীর্ঘক্ষন ধরে তারা অবস্থান বিক্ষোভ করে এইমস হাসপাতালের মূল প্রবেশদ্বার এর সামনে।
দীর্ঘদিন ধরেই কোন এক অসাধু চক্রের হাত দিয়েই বহিরাগতরা হাসপাতালের বিভিন্ন কাজের জন্য নিয়োগ হচ্ছে। অথচ এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজ না পেয়ে বেকারত্ব জ্বালায় ভুগছে। তাই স্থানীয় বাসিন্দাদের দাবি যারা স্থানীয় যুবক-যুবতী রয়েছে তাদের প্রথম নিয়োগ করতে হবে। কাজে নিয়োগের দাবি তুলে এই বিক্ষোভ দীর্ঘক্ষন ধরেই চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ।। হরিনঘাটা