দক্ষিন 24 পরগণা – হরিপুর লালগঞ্জ সমুদ্র সৈকত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ২৩ জন জেলেকে নিয়ে তিনটি ট্রলার রওনা দেয়। রাত ১টার সময় বাকখালী সমুদ্র সৈকতের কাছে বঙ্গোপসাগরে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মঙ্গল চণ্ডী নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনার সময় ট্রলারে থাকা ১৮ জন জেলে সমুদ্রে পড়ে যান।
পরবর্তীতে ১৬ জন জেলে অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হন এবং তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে দুজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের নাম কামাল জানা ও ঝরু কর। তাঁরা ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানার দেবনিবাস এলাকার বাসিন্দা। অন্যান্য ট্রলারে ওঠার সুযোগ হয়নি তাদের।
উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান এখনও চলছে। কর্তৃপক্ষ চেষ্টা করছেন নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধার করার জন্য।
