মালদা – হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। পিয়ারী বানু (২৫) নামে এক বধূর বিরুদ্ধে বাচ্চা চুরির প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিয়ারীর বাড়ি গিধিনপুকুরে এবং তাঁর বিয়ে হয়েছিল দশ বছর আগে রেজাউল হকের সঙ্গে। এখনও পর্যন্ত সন্তান না হওয়ায় পরিবারে অশান্তি চলছিল। তবে বধূ দাবি করেছেন, তিনি বর্তমানে সাড়ে ন’মাসের গর্ভবতী এবং ডাক্তারি রিপোর্ট দেখিয়ে ৯ সেপ্টেম্বর সন্তানের জন্ম হবে বলে জানিয়েছেন।
অভিযোগ, পিয়ারী ও তাঁর মা হালিমা খাতুন প্রতিবেশী মহিলা দুখিয়া খাতুনকে প্রলোভন দেখিয়ে কাবুল আলির ১৫ দিনের কন্যা সন্তান চুরি করে আনার প্রস্তাব দেন। দুখিয়া শিশুর মাকে ঘটনাটি জানাতেই গ্রামে হইচই পড়ে যায়।
পিয়ারীর অতীত নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। বছর পাঁচেক আগে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা ছাড়াই মৃত সন্তান প্রসবের দাবি করেন। আবার দু’বছর আগে হাসপাতাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে হঠাৎ পেটের বাচ্চা গায়েব হওয়ার ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, স্বামীকে বিভ্রান্ত করতে বারবার নাটক করছেন পিয়ারী।
বর্তমানে বধূ সত্যিই গর্ভবতী কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমেছে।
