‘হর ঘর রক্তদাতা’ লক্ষ্যে সাইকেল অভিযান দেশজুড়ে। ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ব্রান্ড এ্যাম্বেশেডর জয়দেব রাউথ-এর ৩৬৫ দিন ভারতের ১৫টি রাজ্যে সাইকেল অভিযানের মাধ্যমে ‘হর ঘর রক্তদাতা’ বার্তাটি সবার কাছে পৌঁছানোর লক্ষ্যে যাত্রা চলছে। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদর দপ্তর বারাসাত থেকে ১লা অক্টোবর এই সাইকেল যাত্রা শুরু হয়।
উদ্বোধন করেন ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মহাসচিব অপূর্ব ঘোষ। তাঁর এই পরিক্রমায় শনিবার তাকে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত ও উৎসাহিত করা হয়। এদিন সন্ধ্যায় সাইকেল নিয়ে দুর্গাপুর পৌঁছান চাপদানী হুগলির বাসিন্দা জয়দেব রাউথ। তাকে এইদিন সম্বর্ধনা জ্ঞাপন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, এফবিডিওআই-পঃবঃ-এর সম্পাদক রাজেশ পালিত, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের অন্যতম সহ সভাপতি রঞ্জন ব্যানার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মধুসূদন ঘটক। ‘প্রতি ঘরে চাই রক্তদাতা’ এই আবেদন নিয়ে এই সাইকেল পরিক্রমা দেশজুড়ে। চাই সবার সচেতন অংশগ্রহণ। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি হয় ডিডিএ মার্কেট বিধাননগর ব্লাড ডোনার ফোরামের কার্যালয়ের সামনে। অনুষ্ঠানে ক্ষুদিরাম কিশোর বাহিনীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
আরও পড়ুন – ঐতিহ্যবাহী উল্কা ক্লাবের দুর্গাপূজা উপলক্ষে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতা
উল্লেখ্য, ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ব্রান্ড এ্যাম্বেশেডর জয়দেব রাউথ-এর ৩৬৫ দিন ভারতের ১৫টি রাজ্যে সাইকেল অভিযানের মাধ্যমে ‘হর ঘর রক্তদাতা’ বার্তাটি সবার কাছে পৌঁছানোর লক্ষ্যে যাত্রা চলছে। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদর দপ্তর বারাসাত থেকে ১লা অক্টোবর এই সাইকেল যাত্রা শুরু হয়।
উদ্বোধন করেন ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মহাসচিব অপূর্ব ঘোষ। তাঁর এই পরিক্রমায় শনিবার তাকে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত ও উৎসাহিত করা হয়। এদিন সন্ধ্যায় সাইকেল নিয়ে দুর্গাপুর পৌঁছান চাপদানী হুগলির বাসিন্দা জয়দেব রাউথ। তাকে এইদিন সম্বর্ধনা জ্ঞাপন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, এফবিডিওআই-পঃবঃ-এর সম্পাদক রাজেশ পালিত, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের অন্যতম সহ সভাপতি রঞ্জন ব্যানার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।