নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৭শে মে :দুর্গাপুরের সিটি সেন্টারের সামনে এডি ডি এ ভবনের কাছেই চলন্ত বাস একটি অটো কে সামাল দিতে গিয়ে বাসের ভেতর থাকা যাত্রী শ্যামপুর এর বাসিন্দা সন্ধ্যা চক্রবর্তী মাথা ফেটে আহত l আহত ওই যাত্রীকে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এসে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বাসের সামনে একটি অটো আচমকা চলে আসে এই তোকে বাঁচাতে গিয়ে বাস চালক ব্রেক কষে ফেলে ফলে বাসের ভেতর মহিলা যাত্রী যায় পড়ে যায় এবং মাথায় আঘাত লাগে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শহর জুড়ে এভাবে অটো চালকদের দৌরাত্ম্য দিনকে দিন বেড়েই চলেছে নজর নেই প্রশাসনের।
হর জুড়ে এভাবে অটো চালকদের দৌরাত্ম্য দিনকে দিন বেড়েই চলেছে নজর নেই প্রশাসনের
হর জুড়ে এভাবে অটো চালকদের দৌরাত্ম্য দিনকে দিন বেড়েই চলেছে নজর নেই প্রশাসনের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram