হলদিবাড়িতে বন্যপ্রাণ শিকার করে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়, এলাকায় চাঞ্চল্য

হলদিবাড়িতে বন্যপ্রাণ শিকার করে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়, এলাকায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



জলপাইগুড়ি – জলপাইগুড়ির হলদিবাড়িতে বেজি, সাপ, পাখি শিকার করে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ়। অভিযুক্তের নাম ডোমরা মাহাতো, বাড়ি বিহারের কিষাণগঞ্জ জেলার সমস্তিপুরে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বনদপ্তর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে হলদিবাড়ি এলাকায় সাত–আট জনের একটি যাযাবর দল ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় থেকেই এলাকায় থাকা সাপ, বেজি ও নানা প্রজাতির পাখি হঠাৎ উধাও হতে শুরু করে। সন্দেহে স্থানীয়রা বিষয়টি বনদপ্তরকে জানান।

তদন্তে বনকর্মীরা জানতে পারেন, ওই যাযাবর দলের প্রৌঢ় সদস্যই এলাকায় থাকা সাপ, পাখি, বেজি শিকার করে সেগুলি খেয়ে ফেলছিলেন। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা হলদিবাড়ির পাইকারি টমেটো বাজার সংলগ্ন এলাকায় হানা দেন। দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও ডোমরা মাহাতোকে আটক করেন বনকর্মীরা। জিজ্ঞাসাবাদে তিনি বন্যপ্রাণ শিকার করে খাওয়ার কথা স্বীকার করেন।

ধৃতকে মঙ্গলবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য সুমন দাস বলেন, পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় নিয়মিত প্রচার চললেও কিছু মানুষ এখনও সচেতন নন। বন্যপ্রাণ হত্যা করলে জেল ও জরিমানা—দুই-ই হতে পারে। তাই আরও জোরদার সচেতনতামূলক প্রচারের প্রয়োজন রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top