পুর্ব মেদিনীপুর – বুধবার সন্ধ্যায় হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাটে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক যাত্রীবাহী লঞ্চের প্রায় ৫০ জন যাত্রী। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারগামী ওই লঞ্চটি ফেরিঘাট থেকে রওনা দিয়ে কাছাকাছি টার্ন নেওয়ার সময় হঠাৎ তার কাঠের পাটাতনে ফুটো ধরা পড়ে। এর ফলে দ্রুত জল ঢুকে পড়ে লঞ্চের ভেতরে এবং সেটি হেলে যায়।
ঘটনাটি ফেরিঘাট থেকে ঢিলছোঁড়া দূরত্বে হওয়ায় দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়। স্থানীয়দের সহায়তায় এবং ফেরিঘাট কর্মীদের তৎপরতায় সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। কারও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ ভারসাম্য হারিয়ে লঞ্চটি হেলে পড়লে অনেক যাত্রী লঞ্চের মেঝেতে পড়ে যান। যাত্রীরা জানিয়েছেন, পাটাতন ফুটো হয়ে যাওয়ার পর থেকেই লঞ্চে জল ঢুকতে শুরু করে এবং ক্রমশ সেটি ডুবে যেতে থাকে। লঞ্চটি সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবেই কাঠের পাটাতনে এই বিপর্যয় ঘটেছে।
