হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায় আগুন। অগ্নিকাণ্ড হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায়। আজ, সোমবার ভোর ৪টে নাগাদ কারখানার লেড সেকশনে আগুন লাগে। ডিজেল ট্যাঙ্ক থেকে উপচে ছড়িয়ে পড়া তেলে প্রাথমিক পর্যায়ে কোনওভাবে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে।
তারপর সেই আগুন বড়সড় আকার নেয়। এই ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন নেভাতে পেট্রকেম, হলদিয়া এনার্জি সহ বিভিন্ন সংস্থার ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে কারখানার লেড সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্সাইড ব্যাটারি তৈরি সংস্থার সাবসিডিয়ারি সংস্থা হিসেবে ক্লোরাইড মেটাল ব্যাটারি শিল্পের জন্য পুরনো ব্যাটারি ভেঙে লেড ইনগট বা লেডের পিণ্ড তৈরি করে।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের অদূরে ধানসিরি পেট্রকেমের পাশে কাপাসএড়িয়া মৌজায় ২০একর জমিতে সম্প্রতি নতুন কারখানাটি গড়ে উঠেছে। ১৫০জনের মত শ্রমিক কর্মচারী কাজ করেন এখানে। আগুন লাগার কারণ নিয়ে জিজ্ঞাসা করা হলেও কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।
আর ও পড়ুন মে মাসের মধ্যে পুরভোট করাতে চায় রাজ্য
উল্লেখ্য, হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায় আগুন। অগ্নিকাণ্ড হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায়। আজ, সোমবার ভোর ৪টে নাগাদ কারখানার লেড সেকশনে আগুন লাগে। ডিজেল ট্যাঙ্ক থেকে উপচে ছড়িয়ে পড়া তেলে প্রাথমিক পর্যায়ে কোনওভাবে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে।তারপর সেই আগুন বড়সড় আকার নেয়। এই ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন নেভাতে পেট্রকেম, হলদিয়া এনার্জি সহ বিভিন্ন সংস্থার ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে কারখানার লেড সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্সাইড ব্যাটারি তৈরি সংস্থার সাবসিডিয়ারি সংস্থা হিসেবে ক্লোরাইড মেটাল ব্যাটারি শিল্পের জন্য পুরনো ব্যাটারি ভেঙে লেড ইনগট বা লেডের পিণ্ড তৈরি করে।হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের অদূরে ধানসিরি পেট্রকেমের পাশে কাপাসএড়িয়া মৌজায় ২০একর জমিতে সম্প্রতি নতুন কারখানাটি গড়ে উঠেছে। ১৫০জনের মত শ্রমিক কর্মচারী কাজ করেন এখানে। আগুন লাগার কারণ নিয়ে জিজ্ঞাসা করা হলেও কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।