হলুদ শাড়িতে অনুরাগীদের নজর কাড়লেন বলিউডের ‘মস্তানি’ এই অভিনেত্রী

হলুদ শাড়িতে অনুরাগীদের নজর কাড়লেন বলিউডের ‘মস্তানি’ এই অভিনেত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হলুদ

হলুদ শাড়িতে অনুরাগীদের নজর কাড়লেন বলিউডের ‘মস্তানি’ এই অভিনেত্রী। হলুদ শাড়িতে বলিউডের ‘মস্তানি’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয় দক্ষতার পাশাপাশি সৌন্দর্যেও অনুরাগীদের মোহিত করেছেন দীপিকা। এখন অসংখ্য মানুষের কাছে ফ্যাশন আইকন তিনি।যে কোনও পোশাকেই এমনিতে সুন্দর লাগে তাঁকে। কিন্তু শাড়ি পরলে সেই সৌন্দর্য আরও বেড়ে যায় বলে মনে করেন তাঁর অনুরাগীদের অনেকেই।

 

আর ও পড়ুন     খোলামেলা পোশাকে জোরদার ঝড় তুলেছেন এই অভিনেত্রী

 

বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের প্রাপ্তির ঝুলি পূর্ণ। এ বার এক সমীক্ষায়  দেখা গেল, চলচ্চিত্র ও টিভি ইন্ডাস্ট্রিতে এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী তিনি।   গালা বিঙ্গোর প্রতিবেদনের বরাতে বলিউড বাবল জানায়, সিনেমা ছাড়াও বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের রয়েছে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি।

 

এবার তাঁর পালকে যুক্ত হয়েছে এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারীর তকমা।  প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সব মিলিয়ে দীপিকা পাড়ুকোনের অনুসারী ১৩৯ মিলিয়ন (ওই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত), যা তাঁকে টিভি ও ফিল্ম বিভাগে এশিয়ার সবচেয়ে প্রভাবশালী নারীতে পরিণত করেছে।

 

ইনস্টাগ্রামে এনগেজমেন্ট রেটেও দীপিকা শীর্ষে। এ ছাড়া ইমপ্রেশন পার টুইট, তিন মিলিয়ন গুগল সার্চসহ মোস্ট মিডিয়া মেনশন ক্যাটাগরিতে শীর্ষে দীপিকা।

 

 

View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

 

অবাক হওয়ার কিছু নেই যে আন্তর্জাতিক এনডোর্সমেন্টে দীপিকাকে কুইন বলা যেতে পারে। তিনি লেভিস, লাইকি, টিসোট ও চপার্ডের মতো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।  দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। আগামীতে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে ‘৮৩’ সিনেমায় দেখা যাবে।

 

এছাড়া শকুন বাত্রার একটি সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।  স্বামীর সমান পারিশ্রমিক দাবি করায় সম্প্রতি পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘বৈজু বাওড়া’ সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া দ্বিতীয় হলিউডি সিনেমায় চুক্তি সেরেছেন দীপিকা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top