নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগনা, ১৩ নভেম্বর, আজ ভোর চারটে নাগাদ অক্ষয় নগরের কাছে রেললাইনে কাটা পড়লেন একজন ৮৫ বছরের বৃদ্ধ। নাম সুথরঞ্জন দাস, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অক্ষয়নগর সিব পুরের বাসিন্দা।
নিত্যদিনের মতই সাত সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তিনি যে আর বাড়ি ফিরবেন না তা পরিবারের কেউই আশা করেনি। ঘটনার খবর পেয়ে শোখের ছায়া নেমে এসেছে পরিবারে। স্থানীয় সূত্রে জানা যায় আজ ভোর চারটে নাগাদ হাঁটতে বেরিয়ে অক্ষয় নগরের কাছে রেললাইন পেরোতে গিয়ে রেলে কাটা পড়েন তিনি। এছাড়া জানা যায় সুথরঞ্জন দাস মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় লোকেরা সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখে মৃতের পরিবারকে জানায়।ঘটনাস্থলে জিআরপি এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।



















