কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত হলো মহান শহীদ দিবস

কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত হলো মহান শহীদ দিবস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হাইকমিশনে

কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত হলো মহান শহীদ দিবস । আজ একুশে ফেব্রুয়ারি। যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস পালন করা হচ্ছে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে। এই উপলক্ষে সোমবার সকালে কলকাতার ৯, বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়।

 

এরপর পাক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং সংলগ্ন বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে থেকে একটি সুদৃশ্য প্রভাতফেরি বের হয়, এবং সেটি এ জে সি বোস রোডের ফ্লাইওভারের নিচে রাস্তা দিয়ে ধরে শেষ হয় মিশন প্রাঙ্গণে এসে। এরপর মি সন্তানগণ এ অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপহাইকমিশনার তৌফিক হাসান, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন সহ মিশনের কর্মকর্তা।

 

এ দিনটি নিয়ে তৌফিক হাসান জানান “ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা খুবই আনন্দিত যে ইউনেস্কো ১৯৯৯ সালে থেকে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং সারা বিশ্বে এটা মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে।

 

আর ও পড়ুন   গাছের উপরে চিতাবাঘ দেখে চাঞ্চল্য ছড়াল এলাকায়

 

জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এর মাধ্যমে আজকের দিনটি সূচনা হয়। এরপর একটি সুদৃশ্য প্রভাত ফেরীর শুরু করা হয়েছে। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হবে। এছাড়াও দিনভর নানারকম কর্মসূচি পালন করা হচ্ছে।”

 

এদিন শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এছাড়াও রাজ্য জুড়ে বিভিন্ন সংগঠন ক্লাবের তরফেও যথাযথ মর্যাদার সাথে এই দিনটি পালন করা হচ্ছে।

 

এদিন বিকালে দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top