হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন অনুব্রত । গত ৭ ই মার্চ সিবিআই গোরুপাচার মামলায় অনুব্রত মন্ডল কে চতুর্থবারের জন্য নোটিশ পাঠায়। এরপর সোমবার ১৪ই মার্চ সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার দেওয়ারও নির্দেশ দিয়েও নোটিশ পাঠানো হয় তাকে। আর ঠিক এইসময়ই রক্ষাকবচ চেয়ে সিঙ্গেল বেঞ্চে আবেদন করেছিলেন অনুব্রত।সূত্রের খবর,শুক্রবার অর্থাৎ ১১ই মার্চ অনুব্রতর ওই আবেদন হাইকোর্ট খারিজ করে।
সোমবার এই বিষয়ে রাজনীতিকের জামিন ইস্যুতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। সোমবার তৃণমূল নেতার আইনজীবী প্রধান বিচারপতির কাছ থেকে ফের এই মামলা দায়ের করার জন্য অনুমতি চান। এছাড়াও,দ্রুত ওই মামলার শুনানির জন্যও আবেদন জানান। সূত্রের খবর, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া,শুনানিও তাড়াতাড়িই হবে বলে জানা গেছে।
আর ও পড়ুন নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা
এরপরে অনুব্রতর আইনজীবী কিশোর দত্ত বলেন, “এনামুল হক এই মামলায় মূল অভিযুক্ত। অনুব্রত একজন সাক্ষী।”এদিকে,হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফে বলা হয়েছিল, “CBI মানেই ড্রাগন, এমন নয়। যে গিলে ফেলবে। বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে। এই অবস্থায় CBIয়ের হাত কি বেঁধে দেওয়া যায়? তাহলে ওই গোয়েন্দা সংস্থা নিয়ে বিরূপ ধারণা তৈরি হয়। আগেও তাঁকে দুর্গাপুরে ডাকা হয়েছিল। তখন কলকাতায় আসতে বলা হয়েছিল। এ বার তো নিজাম প্যালেসে ডাকা হয়েছে। সমস্যা কোথায়?”
উল্লেখ্য, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন অনুব্রত । গত ৭ ই মার্চ সিবিআই গোরুপাচার মামলায় অনুব্রত মন্ডল কে চতুর্থবারের জন্য নোটিশ পাঠায়। এরপর সোমবার ১৪ই মার্চ সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার দেওয়ারও নির্দেশ দিয়েও নোটিশ পাঠানো হয় তাকে। আর ঠিক এইসময়ই রক্ষাকবচ চেয়ে সিঙ্গেল বেঞ্চে আবেদন করেছিলেন অনুব্রত।সূত্রের খবর,শুক্রবার অর্থাৎ ১১ই মার্চ অনুব্রতর ওই আবেদন হাইকোর্ট খারিজ করে।