
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা : অবশেষে হাইকোর্টের আইনজীবী রজত দে হত্যাকান্ডের মুল অভিযুক্ত তার স্ত্রী অনিন্দিতা পাল দে র যাবজ্জীবন সাজা ঘোষণা করলো বারাসত জেলা আদালত।বিচারক সুজিত কুমার ঝাঁ চলতি সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার অনিন্দিতা কে দোষী সাব্যস্ত করেন।আজ সকালে বারাসত আদালতে নিয়ে আসা হয় অনিন্দিতা কে,দুপুরে সাজা ঘোষণা করা হয়।দুপুর ৩টে ৪৫ এ কোর্ট লকাপ থেকে অনিন্দিতা কে নিয়ে যাওয়া হয় আদালতে,তারপরেই বিচারক অনিন্দিতা কে যাবজ্জীবন কারাদন্ড সাজা ঘোষণা করে।এছাড়াও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস অতিরিক্ত জেল ঘোষণা করে।