দেশ – কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া নেই একশো দিনের কাজ নিয়ে। রাজ্যের প্রাপ্য অর্থ দীর্ঘদিন ধরে বকেয়া থাকা সত্ত্বেও কার্যত নিরুত্তর কেন্দ্র। বিষয়টি নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকার।
রাজ্য ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে একশো দিনের কাজ ও আবাস যোজনায় রাজ্যের বকেয়া টাকা নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যের আধিকারিকরা। বৈঠকে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১ অগাস্ট থেকে বাংলায় ১০০ দিনের কাজ শুরুর কথা। সেই বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত জানতে চাওয়া হলেও কোনও উত্তর মেলেনি।
বিষয়টি নিয়ে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করে বলেন, “কেন্দ্র রাজনৈতিক কারণে বাংলাকে আটকে রাখছে। গুজরাট ও বিহারের মতো বিজেপি শাসিত রাজ্যে কোটি কোটি টাকার দুর্নীতি সত্ত্বেও সেখানে কাজ বন্ধ হয়নি। অথচ বাংলায় মাত্র ৫ কোটি টাকার অভিযোগেই টাকা আটকে রাখা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় প্রকল্পের অগ্রগতি অব্যাহত থাকবে। কেন্দ্র আটকে রাখতে পারবে না।”
বৈঠকের দ্বিতীয় দিনে বহু রাজ্যের সচিবরা মত প্রকাশের সুযোগ পেলেও বাংলার সচিব উলগানাথনকে বক্তৃতার সুযোগ দেওয়া হয়নি শুরুতে। পরে তিনি শেষ পর্বে বক্তব্য পেশ করেন। তবে তাতেও কেন্দ্রীয় পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি।
