নিউজ ডেস্ক ২৫ অক্টোবর ২০২০: করোনা আবহে এবারে দুর্গাপুজোর চিত্রটা অনেকটাই আলাদা। রাতারাতি বদলে গেছে পুজোর নিয়ম।
হাইকোর্টের নির্দেশে পুজো মণ্ডপ রাখতে হবে “দর্শক শূন্য”। এছাড়াও বহিরাগত দর্শকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।অষ্টমীর সকালে আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজোয় অঞ্জলী দিতে দেখা গিয়েছিল সংসদ অভিনেত্রী নুসরত জাহান, মহুয়া মৈত্র, সৃজিত এবং তার স্ত্রী রাফায়েত রশিদ মিথিলা। এ নিয়েই রীতিমত প্রশ্ন উঠেছে! নো এন্ট্রি জোনে পুজোর উপাচারের কয়েকজনকে ঢুকতে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে নুসরত সৃজিতরা। তবে সূত্রের খবর সৃজিত এবং নুসরত ওই ক্লাবের সদস্য বহু দিন আগে থেকেই।তাই তিনি কর্মকর্তাদের তরফে নো এন্ট্রি জোনে থাকতেই পারেন। তবে ওপর পক্ষে নিখিল জৈন বা মিথিলা কেউ ই আদতে এই ক্লাবের সদস্য হতে পারেনা এই নিয়ে বিস্তর প্রশ্ন ঘণীভূত হয়েছে। লক্ষ্মী পুজোর পরেই হবে শুনানি। গোটা বিষয়ে এখন কি ভূমিকা নেবেন মন্ত্রী অরূপ রায় সেটাই দেখার।