বৃহস্পতিবার কোলকাতা হাইকোর্ট কান্দি পৌরসভার অনাস্থা মামলার রায় দান করেন। বৃহস্পতিবার কোলকাতা হাইকোর্টের বিচারপতি কান্দি পৌরসভার অনাস্থা প্রস্তাব বাতিল করে এবং যিনি চেয়ারম্যান ছিলেন তাকেই পুনরায় বহাল রাখার নির্দেশ দেন। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ মত কান্দি পৌরসভার চ্যয়ারমান পদে পুনরায় বসলেন অপূর্ব সরকার। উল্লেখ যে 2016 সালের ফেব্রুয়ারি মাসে ১৯ তারিখ চ্যয়ারমান অপূর্ব সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল কংগ্রেস। আর এর পরের দিন এই অনাস্থা প্রস্তাবকে চ্যানেল জানিয়ে হাইকোর্টের মামলা দায়ের করেন অপূর্ব সরকার। অনাস্থা প্রস্তাবের পর থেকে চ্যয়ারমান পদ থেকে সরিয়ে দেওয়া হয় অপূর্ব সরকার কে। তার পর থেকেই হাইকোর্ট ভাইস চেয়ারম্যান কে পৌরসভার পরিচালনা করার দায়িত্ব দেন। তার পর থেকেই কোলকাতা হাইকোর্টে মামলা চলছিল। অবশেষে জট কাটল আজ ।পুনরায় অপূর্ব সরকার কে চ্যয়ারমান পদে বহাল থাকার নির্দেশ দেন। এই জঠ কাটার ফলে খুশি সাধারণ মানুষ।