মুর্শিদাবাদ – ধর্ষণের অভিযোগে নাম জড়ানো কার্তিক মহারাজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ‘ক্রিমিনাল রিভিশন্যাল অ্যাপ্লিকেশন’ দাখিল করেছেন। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে মামলাটি। অন্যদিকে, নবগ্রাম ব্লকে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। মহিলাদের একাংশ ঝাঁটা হাতে মিছিল করে থানায় গিয়ে কার্তিক মহারাজের অবিলম্বে গ্রেপ্তারির দাবি তুলেছেন।
এর আগে সোমবার, বেলডাঙা থানার আইসি নবগ্রাম থানায় হাজিরা দিতে একটি নোটিশ পৌঁছে দেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখা কার্যালয়ে। জানা গিয়েছে, সেই সময় আশ্রমে উপস্থিত ছিলেন না মহারাজ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তিক মহারাজ জানান,
“আমি এখন কলকাতায়। তাই নবগ্রামে যাওয়া সম্ভব নয়। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
মঙ্গলবার মহারাজের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী সাগ্নিকা ব্যানার্জী নবগ্রাম থানাকে ই-মেল মারফত জানিয়ে দেন, হাইকোর্টে রিভিশন পিটিশন দাখিল করা হয়েছে এবং শুনানি বুধবার। নবগ্রাম থানার ওসি বলেন,
“আইনজীবী মেল করে জানিয়েছেন, কার্তিক মহারাজ হাজিরা দিতে পারবেন না।”
এ দিকে মঙ্গলবারই উত্তপ্ত হয়ে ওঠে নবগ্রাম। এলাকার বহু মহিলা হাতে ঝাঁটা নিয়ে মিছিল করে নবগ্রাম থানায় গিয়ে সরব হন। তাঁদের দাবি,
“কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
মিছিল থেকে ‘ধর্ষকের ফাঁসি চাই’—এই ধ্বনি ওঠে।
এখন নজর হাইকোর্টের দিকেই। বিচারপতি জয় সেনগুপ্ত রিভিশন পিটিশন খারিজ করবেন, না কি পুলিশের তদন্তে স্থগিতাদেশ দেওয়া হবে—তা জানতেই অপেক্ষায় জেলা প্রশাসন থেকে রাজ্য জুড়ে নানা মহল।
