হাইকোর্ট এবার ডোমকলে

হাইকোর্ট এবার ডোমকলে. থিম পুজোয় টক্কর দিতে এবার কলকাতার হাই কোর্টের আদলে মণ্ডপ হচ্ছে ডোমকলে। সাবেকি প্রতিমা ছেড়ে এখন বেশিরভাগ পূজো উদ্যোক্তারা ঝুঁকেছে থিম পূজোর দিকে। আর সেসব প্যান্ডেলে ভিড় ও হয় চোখে পড়ার মত। আর তাই এবার খোদ কলকাতার হাই কোর্ট এসে বসছে ডোমকলের মাঠে। হ্যা ডোমকল স্পোটিং ক্লাব ও ২৪ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য রা এবার তাদের পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন কলকাতা হাইকোর্ট।

আর তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ডোমকলের বিভিন্ন পূজোর মধ্যে থিম পূজোয় বেশ অনেকবারই ভিন্ন ধারার মণ্ডপ করে নজর কেড়েছেন এই স্পোটিং ক্লাব ও ২৪ পল্লীর দূর্গা পূজা।
কখনো বা টাইটানিক,কখনো দিল্লির পার্লামেন্ট ইত্যাদি থিম তৈরি করে ডোমকল তথা জেলা জুড়ে নজর কেড়েছিল তারা।

এবারের হাই কোর্ট ও তেমনটাই সাড়া ফেলবে বলে মনে করছেন পূজো উদ্যোক্তারা।
তারা জানান জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী রা আসেন এই পূজো দেখতে,এছড়াও নদীয়া থেকেও অনেক আসেন এই পূজো দেখতে।

আরও পড়ুন – অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা! মৃত্যুর মুখে দাঁড়িয়ে ৩মাসের এক শিশু কন্যা

উল্লেখ্য, থিম পুজোয় টক্কর দিতে এবার কলকাতার হাই কোর্টের আদলে মণ্ডপ হচ্ছে ডোমকলে। সাবেকি প্রতিমা ছেড়ে এখন বেশিরভাগ পূজো উদ্যোক্তারা ঝুঁকেছে থিম পূজোর দিকে। আর সেসব প্যান্ডেলে ভিড় ও হয় চোখে পড়ার মত। আর তাই এবার খোদ কলকাতার হাই কোর্ট এসে বসছে ডোমকলের মাঠে। হ্যা ডোমকল স্পোটিং ক্লাব ও ২৪ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য রা এবার তাদের পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন কলকাতা হাইকোর্ট।

আর তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ডোমকলের বিভিন্ন পূজোর মধ্যে থিম পূজোয় বেশ অনেকবারই ভিন্ন ধারার মণ্ডপ করে নজর কেড়েছেন এই স্পোটিং ক্লাব ও ২৪ পল্লীর দূর্গা পূজা।
কখনো বা টাইটানিক,কখনো দিল্লির পার্লামেন্ট ইত্যাদি থিম তৈরি করে ডোমকল তথা জেলা জুড়ে নজর কেড়েছিল তারা।

এবারের হাই কোর্ট ও তেমনটাই সাড়া ফেলবে বলে মনে করছেন পূজো উদ্যোক্তারা।
তারা জানান জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী রা আসেন এই পূজো দেখতে,এছড়াও নদীয়া থেকেও অনেক আসেন এই পূজো দেখতে। হাইকোর্ট এবার