কলকাতা – গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট চত্বরে এক সাংবাদিক ও তাঁর চিত্রগ্রাহককে নিগ্রহের ঘটনা ঘটেছিল।এ নিয়ে মামলাও দায়ের হয়েছিল।
মঙ্গলবার ওই মামলার শুনানিতে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচারপতির মতে, হাইকোর্টের মতো স্থানে শান্তি শৃঙ্খলা ও সকল সংবাদমাধ্যমের স্বাধীনতা পাওয়া উচিত।
এদিন মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, ‘হাইকোর্টের মত সংবেদনশীল জায়গায় এই ধরণের ঘটনা কখনওই কাম্য নয়। হাইকোর্টের একপাশে বিধানসভা অন্যদিকে গভর্নর হাউস। সেখানে এই ঘটনা নিন্দনীয়।’
আদালতের বর্ষীয়ান আইনজীবীদের ব্যক্তিগতভাবে এই ঘটনার মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন আদালতে কেস ডায়েরি জমা দিতে হবে রাজ্যকে।
