নিজস্ব সংবাদদাতা ,আসানসোল:- সোমবার সকালে বারাবনি বিধান সভার অন্তর্গত ভানোড়া মোড় লাগোয়া এলাকায় এক হাইটেনশন টাওয়ারে আদিবাসী মানসিক ভারসাম্যহীন মহিলা চেপে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ মহিলার নাম রায়মনি টুডু (৩০) ৷ বাবার নাম বাবুরাম টুডু ৷ স্থানীয় সূত্রে খবর ওই মহিলা গতকাল রাত থেকে নিখোঁজ ছিল ৷ সকালে হাইটেনশন তারের টাওয়ারে চেপে থাকতে দেখতে পায় স্থানীয়রা ৷ এরপরেই বারাবনি থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ পাশাপাশি আসানসোল থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে টাওয়ার থেকে সুরক্ষিত অবস্থায় নামানোর চেষ্টা শুরু করে ৷ প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে নামাতে সক্ষম হয় তারা ৷ একই সাথে ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷