হাই কোর্টের নির্দেশে বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং, এফআইআর খারিজের আবেদন নামঞ্জুর

হাই কোর্টের নির্দেশে বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং, এফআইআর খারিজের আবেদন নামঞ্জুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – হাই কোর্টের নির্দেশে অস্বস্তিতে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর দায়ের করা এফআইআর খারিজের আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত জানিয়েছে, অর্জুন সিংয়ের বিরুদ্ধে তদন্ত চলবে এবং এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দলকে (SIT)। যদিও বিজেপি নেতা আগাম জামিনের (interim bail) আবেদন করতে পারবেন বলে জানিয়েছে আদালত।

সম্প্রতি নেপাল ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে ১০টি এফআইআর রুজু হয়। শুধু তাই নয়, বিভিন্ন ইস্যু মিলিয়ে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট ৬১টি মামলা দায়ের হয়েছে। ওই সমস্ত মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তের প্রক্রিয়া চলবে এবং আইনি পথে বিষয়টি এগোবে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তাঁর অভিযোগ, সেখানে পৌঁছতেই দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এবং পালিয়ে যায়। পালটা ধাওয়া করার সময় এক যুবক আহত হন, যাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাটি তদন্তের স্বার্থে অর্জুন সিংকে দু’বার তলব করেছিল বারাকপুর পুলিশ, তবে তিনি হাজিরা দেননি। পরবর্তীতে ভাটপাড়ার মজদুর ভবনে গিয়ে পুলিশ কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। সেই জিজ্ঞাসাবাদের পরই ব্যক্তিগত কাজের কারণে ভিনরাজ্যে চলে যান তিনি। এখন গুলি চালানোর মামলাসহ একাধিক অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top