নিজস্ব সংবাদদাতা, নারায়নপুর, ১৩ নভেম্বর, ২০২০: হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম সমীর মুখার্জি।
নারায়নপুর কাদিহাটি মনোরঞ্জন পল্লী এলাকার বাসিন্দা। নারায়নপুর ফায়ার ব্রিগেড মোড়ে মাংসের দোকানের আড়ালে বিপুল পরিমাণে বাজি মজুত করেছিল ওই ব্যবসায়ী। গতকাল রাতে নারায়নপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নারায়নপুর ফায়ার ব্রিগেড মোড়ে এক মাংসের দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণে বাজি উদ্ধার হয়।
আরও পড়ুন…তৃণমূলকর্মী ধরমবীর নুনিয়া খুনের ঘটনায় গ্রেফতার ৯
ধৃত ব্যাক্তি সমীর মুখার্জি একজন মাংস বিক্রেতা। বাজি বিক্রির জন্য বিপুল পরিমাণে বাজি মজুত করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।