হাওড়া – হাওড়ার বাগনান থানা এলাকার বীরকুল গ্রামে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল স্থানীয় এক নার্সিং হোম। গৃহবধূ সঙ্গীতা অধিকারী একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন, যা চিকিৎসকদের মতে একটি বিরল ঘটনা।
সূত্রের খবর, গত শুক্রবার সকালে সাত মাসের গর্ভাবস্থায় প্রসব যন্ত্রণা নিয়ে বাগনানের একটি নার্সিং হোমে ভর্তি হন সঙ্গীতা দেবী। দিনভর চিকিৎসার পর রাতের দিকে তিনি পর পর চারটি সন্তান প্রসব করেন, এবং আশ্চর্যের বিষয় হল—এই প্রসব নর্মাল ডেলিভারির মাধ্যমেই সম্পন্ন হয়।
চিকিৎসক এবং নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি একটি অত্যন্ত বিরল এবং চমকপ্রদ ঘটনা। প্রসব পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ায় খুশি পরিবার থেকে নার্সিং হোমের চিকিৎসক, সবাই।
বর্তমানে মা ও সদ্যোজাতরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সময়ের আগে প্রসব হওয়ায় শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
