হাওড়া – মর্মান্তিক অগ্নিকাণ্ডে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যে ঘর জ্বলতে শুরু করলে তারা বের হওয়ার পথ খুঁজে পাননি। প্রতিবেশীরা বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। দমকল পৌঁছানোর আগেই জ্যান্ত দগ্ধ হয়ে মারা যান ভাড়ু দোলুই (৭৫), দুধকুমার দোলুই (৫০), রত্না দোলুই (৪৫) এবং নবম শ্রেণির ছাত্রী শম্পা দোলুই (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সাড়ে বারোটা নাগাদ হঠাৎ ঘরে আগুন লাগে। চিৎকারে গ্রামবাসী ছুটে আসেন, বালতি-গামলা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তখন পর্যন্ত ঘরের মধ্যে থাকা চারজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।
মৃতদের ভাই রাজকুমার দোলুই বলেন, “ঘরে গ্যাস সিলিন্ডার ছিল, আসবাবপত্র ও জামাকাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে। ওদেরকে বাড়ি থেকে বার করা সম্ভব হয়নি।” ঘটনায় বিধায়ক সুকান্ত পালও উপস্থিত হয়ে জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে ইলেক্ট্রিক শক থেকে আগুন লেগেছে। পুলিশ এবং দমকল বিষয়টি খতিয়ে দেখছে।
পরিবেশে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।




















