হাওড়ায় পুলিশের বেআইনি টোটো তোলার ঘটনায় উত্তেজনা

হাওড়ায় পুলিশের বেআইনি টোটো তোলার ঘটনায় উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া – হাওড়ার নাজিরগঞ্জ থানার অন্তর্গত আন্দুল হরেকৃষ্ণনগরে পুলিশের এক অস্থায়ী গাড়ি চালকের বিরুদ্ধে টোটো চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ, চুরি যাওয়া বাইক উদ্ধার করে সেই বাইকের নম্বর পেল্ট বদলে টোটোটি চুরি করা হয়েছে। সেই সঙ্গে টোটো চালক অভিযোগ করেছেন, চুরি সংক্রান্ত অভিযোগ দিতে গেলে পুলিশকর্মীরা মারধর করেছেন। পুলিশের বক্তব্য, গাড়িটি বেআইনিভাবে রাখা হয়েছিল, তাই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় এক টোটোচালক জানিয়েছেন, রবিবার রাত ১টা ৫০ নাগাদ একটি গলিতে গাড়িটি রেখে বাড়ি গিয়েছিলেন। সকালে ফিরে দেখেন টোটোটি নেই। খোঁজাখুজির পরও সন্ধান মেলেনি। পরে তিনি জানতে পারেন, পুলিশের লোক গাড়িটি একটি আবাসনে রেখে গেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুলিশের ওই অস্থায়ী গাড়িচালক টোটোটি নিয়ে যাচ্ছেন।

টোটো চালক জানিয়েছেন, রবিবার রাতে বিয়ে বাড়ির জন্য গাড়িটি ব্যবহার করেছিলেন। থানায় গেলে পুলিশ জানায় কোনও টোটো আনা হয়নি। এরপর স্থানীয় এক দিদি জানান, গাড়িটি টিউলিপ গার্ডেনে রাখা হয়েছে। অন্য একজন টোটোচালক দেবরাজ চৌধুরী বলেন, “বালির গোডাউনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাহুল সরকার টোটো নিয়ে যাচ্ছে। সকালে পুলিশকে জানাই, তারা কিছু জানে না। পরে এলাকাতেই টোটো দেখা যায়।” তিনি আরও বলেন, অভিযোগ জানালে পুলিশ মারধর করেছে, লাঠি দিয়ে পা ফাটিয়ে দিয়েছে, চড় ও থাপ্পরও মেরেছে।

হাওড়ার পুলিশ কর্মকর্তা বলেছেন, “টোটোটি বেআইনিভাবে রাখা হয়েছিল। তাই সেটি তুলে আনা হয়েছে। পুলিশের নাম বদনাম করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে।” তবে স্থানীয় টোটোচালকের অভিযোগ, তাঁকে না জানিয়ে গাড়িটি নেওয়া হয়েছে। কেন মালিককে জানানো হয়নি এবং কেন অভিযোগ নেওয়া হয়নি, সেই প্রশ্নও তুলেছেন তারা।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়। সোমবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top