হাওড়ায় বিষ মদ কান্ডে পুলিশ ও প্রশাসন চেষ্টা করছে প্রকৃত তথ্য যাতে জনগণের সামনে না আসে

হাওড়ায় বিষ মদ কান্ডে পুলিশ ও প্রশাসন চেষ্টা করছে প্রকৃত তথ্য যাতে জনগণের সামনে না আসে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়ায় বিষ মদ কান্ডে পুলিশ ও প্রশাসন চেষ্টা করছে প্রকৃত তথ্য যাতে জনগণের সামনে না আসে কতজন মারা গেছে! স্থানীয় মহিলারা গতকাল প্রতিবাদ করে বলেছে অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের মদের ভাটি বন্ধ করা হোক! এটা প্রকৃতপক্ষে খুন এটা কোন অ্যাক্সিডেন্ট নয় সেই জন্য বিজেপ করে আটকাতে হবে।
হাওড়ার বিজেপি যে থানা ঘেরাও কর্মসূচি ছিল! সেটা আটকাতে তৃণমূলের পুরনো একটা দরখাস্ত আগেভাগেই জমা করে রাখে! যাতে করে বিজেপিকে আটকাতে পারা যায় বিজেপি এইভাবে লড়ে পশ্চিমবঙ্গের জায়গা !
রাজ্যে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো তাতে কর্মসূচি পালন করবে সেটাই স্বাভাবিক ,কিন্তু পুলিশ প্রশাসনের সেই ক্ষমতা এই রাজ্যে নেই! এটা প্রশাসনের অপদার্থ তা অন্যান্য রাজ্যে সেটা হয় না এই রাজ্যে হয়!

 

হিন্দি সিনেমা তে এইরকম দৃশ্য দেখা যায় , ভিলেনের বাড়িতে যখন ই ডি সি বি আই যাই তখন তারা অসুস্থ হয়ে যায়! সিনেমার সঙ্গে বাস্তবের মিল আছে সেটা দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে! বাস্তব না সিনেমা সেটা আগামী দিনে দেখা যাবে!

গুন্ডামির ভাষা, সেটাই পরিবর্তন হয় না! যতই অসুস্থ হন জনগণের টাকা খেয়ে থাকলে ফেরত দিতেই হবে, সেইসঙ্গে শাস্তি পেতে হবে! অনেক আগে ED CBI তল্লাশি চালানো উচিত এইসব লোকেদের ক্ষেত্রে যারা এসএসসি অন্যান্য
চাকরিতে টাকা খেয়েছেন !

 

আদালতের তত্ত্বাবধানে যে তদন্ত চলছে সেখানে ধরা পড়ে গেছে যে এই সরকারের উপর থেকে নিচ পর্যন্ত সবাই চোর! এমন কেউ বাকি নেই যে চোরের তকমা লাগেনি!
পার্থ চট্টোপাধ্যায়ের নামের উপর গুরুত্ব দিয়ে লাভ নেই যে অপরাধ করেছে তার ওপর গুরুত্ব দেয়া উচিত লক্ষ লক্ষ বেকারের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে! যেসব চাকরি প্রার্থীরা আর রাস্তায় নেমে লড়াই করেছে তাদের কথা একটু ভাবুন!

 

রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ভোট পাবে আগে আশাবাদী ছিল! তাদের প্রার্থী ক্রিকেটার শচীন সৌরভের ছিল ভালো ফল হবেই! উপরাষ্ট্রপতি ভালো ভোট পেতে কিন্তু তৃণমূল ভয়ে ভোট ময়দানে থাকল না! খেলার ময়দান ছেড়ে চলে গেল!

উপরাষ্ট্রপতি ভোটে রাজ্যসভা ও লোকসভা সদস্যরাই ভোট দেয়। সেখানে শতাংশ হিসেবে তারাই এগিয়ে, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় বিধায়করা ভোট দেয় এই ক্ষেত্রে সেই সুবিধা নেই! উপরাষ্ট্রপতি নির্বাচনে হার কোন সম্ভাবনা নেই !

রাষ্ট্রপতি ভোট হয়েছে বেড়াটের মাধ্যমে সেখানে নেটের কি ব্যাপার! আতশ কাচ দিয়ে খুঁজে বার করুন কারা বিজেপিকে ভোট দিয়েছে!

 

রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যদি ভুল করে ভোট দিয়ে থাকে তাহলে টোটাল পার্টিটাই ভুল! তার আগেই বলেছিল প্রার্থী তাদের খুব ভালো সেই জন্যই ভোট পেয়েছে তৃণমূল!

রাষ্ট্রীয় রাজনীতিতে যে সকল দল আছে বিচার করার সময় এসেছে কতটা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করবে! যারা বিশ্বাস করেছে তারাই ঠকেছে!

উপেন বিশ্বাস নাম পরিবর্তন করে এই রঞ্জন মন্ডল! বনগাঁর অধিবাসী চাকরি দিয়ে টাকার বস্তা নিয়ে কলকাতায় পৌঁছে দিয়েছে! ED যদি বস্তাগুলো কলকাতায় খোঁজে তাহলে ভালো হবে!

 

সারা ভারতবর্ষে স্বাধীনতার ৭৫ বছরের উপলক্ষে সারা ভারতবর্ষের নাগরিক তাদের নিজে নিজে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুক! 13 থেকে ১৫ ই আগস্ট পতাকা উত্তোলন করে রাখুক! কেন্দ্রীয় সরকার এটা নিয়ে নিয়ম পরিবর্তন করেছে সমস্ত কেন্দ্রীয় রাজ্য সরকারের অফিস গুলিতে আগের নিয়মে সূর্য ডোবার আগে পতাকা নামিয়ে ফেলা হতো! কিন্তু এবারের নিয়মে স্বাধীনতার ৭৫ বছরে যদি ভারতবর্ষের কোন ব্যক্তি বা নাগরিক। তার বাড়িতে পতাকা উত্তোলন করতে পারে সেখানে কোনো সময় থাকবে না রাত্রে দিন লাগানো থাকতে পারে এই নিয়মটা পরিবর্তন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাধীনতার ৭৫ বছরে দল মত নির্বিশেষে সবাই এগিয়ে এসে পতাকা উত্তোলন করুক সব বাড়িতে!

আরও পড়ুন – ভরা বর্ষায় দেখা নাই বৃষ্টির, প্রখর তাপদাহে বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে সবজি সহ বিভিন্ন ফসল

পশ্চিমবাংলায় সংগঠনটা অনেক বড় এর আগেও দুজন সহকারী সংগঠক সম্পাদক ছিলেন হিসেবে রাখা হয়েছিল! তাদের মধ্যে একজন বর্তমান তিনি সংগঠনের দায়িত্ব পালন করছে! সাংগঠনিক শক্তি ও গঠন কাঠাম ো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে ভারতীয় জনতা পার্টি সেজন্য একাধিক সংগঠনিক সম্পাদক প্রয়োজন! সেই জন্য একজনের পক্ষে কোনোমতেই সম্ভব নয় এই এত বড় সংগঠনকে চালানোর!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top