হাওড়ায় ভয়াবহ বাস-কন্টেইনার সংঘর্ষে আহত ২৫ জনের বেশি, আশঙ্কাজনক চার

হাওড়ায় ভয়াবহ বাস-কন্টেইনার সংঘর্ষে আহত ২৫ জনের বেশি, আশঙ্কাজনক চার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া – হাওড়ায় শনিবার রাতে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবাহী বাস ও একটি কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জনের বেশি বাসযাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে আমতার রানিহাটি রোডের ১০ নম্বর পোলের কাছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতের দিকে হাওড়া-ঝিকিরা রুটের একটি বাস ঝিকিরার দিকে যাচ্ছিল। আমতা ১০ নম্বর পোলের কাছে উল্টো দিক থেকে আসা একটি কন্টেইনারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারায়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীদের অনেকে ছিটকে পড়েন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বাস ও কন্টেইনারের গতি কত ছিল, ওভারটেকের চেষ্টা হয়েছিল কি না, সে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতাই এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় প্রশাসন ও আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস ও কন্টেইনারের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে, যাতে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top