হাওড়ার রাস্তায় রাতের অন্ধকারে দেখা গেল এক বীভৎস দৃশ্য। নটবরপাল রোড সংলগ্ন রেললাইন দিয়ে রাত প্রায় ১১টা নাগাদ হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎই দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় মুহূর্তের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়, এবং রেললাইনের আশেপাশে ও রাস্তায় মানুষের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
এই ভয়াবহ ঘটনা ঘটে হাওড়ার দাসনগর ও টিকিয়াপাড়ার মাঝে চ্যাটার্জী পাড়ায়। দুর্ঘটনার পর আতঙ্কে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খবর পাওয়ার পরও পুলিশ বা জিআরপি দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পৌঁছায়নি।
কে মৃতদেহ উদ্ধার করবে, তা নিয়ে স্থানীয় পুলিশ ও রেল পুলিশের মধ্যে চলে দড়ি টানাটানি। প্রায় চার ঘণ্টা পর, রাত ৩টার পরে অবশেষে সাঁতরাগাছি জিআরপি ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা রেললাইন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন।
