হাওড়ায় রবিবার প্রাতঃভ্রমণে বিজেপির রাজ্য সভাপতি

হাওড়ায় রবিবার প্রাতঃভ্রমণে বিজেপির রাজ্য সভাপতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ২৩ ফেব্রুয়ারি, বিজেপি কোনও একজনের দল নয়। তাই বিজেপির কোন একটি মাত্র মুখ নেই। আমাদের পার্টির মুখ দিয়েই আমরা সব জায়গায় লড়ি। আসন্ন কলকাতা পৌর নিগমের ভোটের নেতৃত্ব প্রসঙ্গে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ হাওড়া ময়দানে প্রাতঃভ্রমণে এসে এই মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসেই রাজ্যজুড়ে হতে চলেছে একগুচ্ছ পৌরসভা এবং পৌরনিগমের ভোট। যার মধ্যে একই দিনে ভোট হওয়ার কথা হাওড়া এবং কলকাতা পৌরনিগমের। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি সেই ভোটকে কেন্দ্র করে নিজেদের কোমর বাঁধতে শুরু করেছে। শাসক দল তৃণমূলের মুখ হিসেবে ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়ের নামে কলকাতা শহরের একাধিক জায়গায় পোস্টার পড়েছে।

এদিকে বিজেপির তরফে এখনো পর্যন্ত কলকাতা পৌরনিগমের লড়াই কার মুখে সামনে রেখে হবে সে ব্যাপারে কোন কিছু স্পষ্ট করা হয়নি। কিন্তু পরিস্থিতির বিচারে রাজ্য রাজনীতি সেমিফাইনাল এই পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন গুলি। একুশের বিধানসভা ভোটের আগে প্রত্যেকটি দলের কাছে মোক্ষম সুযোগ তাদের অবস্থান জেনে নেওয়ার। তাই এই পৌর নির্বাচনে বাড়তি গুরুত্ব রয়েছে। বিশেষত কলকাতা এবং হাওড়ার মত দুটি গুরুত্বপূর্ণ পৌরনিগমের ফল যথেষ্ট প্রভাব ফেলতে পারে রাজ্য রাজনীতিতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top