হাওড়া – হাওড়ার ইছাপুর কামারডাঙ্গা এলাকায় বুধবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। লোহা বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যার ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে দাসনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইছাপুর বাণী মন্দিরের সামনে আচমকাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি কামারডাঙ্গা থেকে ইছাপুরের দিকে আসছিল এবং লরির ভিতরে চালক সহ মোট তিনজন ছিলেন। লোহা বোঝাই থাকার ফলে গাড়িটি উল্টে যাওয়ার পর দীর্ঘক্ষণ পথ আটকে থাকে। দুর্ঘটনার পর লরিটিকে সরাতে অনেক সময় লাগে, যার ফলে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লরিটিকে সোজা করে থানায় নিয়ে যাওয়া হয়।
জাতীয় সড়কে দুর্ঘটনার সংখ্যা ক্রমশই বাড়ছে, এবং এলাকাবাসীর দাবি, পুলিশের পর্যাপ্ত নজরদারি না থাকায় লরি ও অন্যান্য ভারী গাড়ির বেপরোয়া চলাচল বৃদ্ধি পেয়েছে। অভিযোগ, অনেক চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। এর পাশাপাশি, অতিরিক্ত মাল বহন করে চলা লরি এবং মালবাহী গাড়িগুলির কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লরিটির যান্ত্রিক পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হয় চালকের অসতর্কতা, নয়তো লরির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। লরির মালিককে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
