হাওড়া – হাওড়া জেলার গোলাবাড়ি থানার অন্তর্গত ওড়িয়াপাড়ায় রবিবার গভীর রাতে পরপর তিন রাউন্ড গুলি চলার ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার পর থেকেই ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা না হলেও, পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। আতঙ্কিত এলাকাবাসী পুরোপুরি পুলিশের ওপর ভরসা রেখেছেন।
জানা গেছে, গোলাবাড়ি থানার ওড়িয়াপাড়া সনাতন মিস্ত্রি লেনে এই গুলির ঘটনা ঘটে। গুলিতে জখম হন তারক বারিক। তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওই এলাকায় তিন যুবকের মধ্যে প্রথমে বচসা হয়। এক পর্যায়ে একজন আচমকাই পিস্তল বের করে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় তিন যুবক পালানোর চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, এই তিনজনের মধ্যে দু’জন স্থানীয় যুবক—সুচিত সিং ও রাজ পান্ডে। তৃতীয় যুবক বহিরাগত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাকে ধাওয়া করে স্থানীয়রা। তখনই ওই যুবক পিস্তল থেকে গুলি চালায়। সেই গুলিতেই জখম হন তারক বারিক। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। কীভাবে অল্পবয়সি যুবকদের হাতে আগ্নেয়াস্ত্র এল, তা জানতে তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।
হাওড়া এলাকায় ক্রমাগত সমাজবিরোধী কার্যকলাপ বাড়তে থাকায় একাধিক অপরাধচক্রের বিরুদ্ধে এবার লাগাতার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে হাওড়া পুলিশ। এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এরই মধ্যে হাওড়া থেকেই বড় সাফল্য পেল পুলিশ। পঞ্জাবের এক প্রখ্যাত কবাডি খেলোয়াড় খুনের ঘটনায় জড়িত তিন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। কলকাতা এসটিএফ এবং গোলাবাড়ি থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে পঞ্জাবের ঘনশ্যাম গ্যাং-এর তিন শুটার—তরন্দীপ সিং, করণ পাঠক ও আকাশদীপ সিং।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর পঞ্জাবের অমৃতসরে কবাডি খেলা চলাকালীন গুলি করে খুন করা হয় রানা বালাচাউরকে। ঘটনার পরই তিন অভিযুক্ত পঞ্জাব থেকে পালিয়ে কলকাতায় আসে। প্রথমে কলকাতার একটি হোটেলে আত্মগোপন করে, পরে সিকিমের গ্যাংটকে কয়েকদিন থাকে। সেখান থেকে ফের কলকাতায় ফিরে হোটেলে আশ্রয় নেয়। হাওড়া স্টেশনে টাকা সংগ্রহ করতে আসার সময়ই পুলিশের জালে ধরা পড়ে তারা।
সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে পঞ্জাব পুলিশ ট্রানজিট রিমান্ডে তিন অভিযুক্তকে পঞ্জাবে নিয়ে যাবে বলে জানা গেছে। একদিকে হাওড়ায় গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য, অন্যদিকে আন্তর্জাতিক স্তরের অপরাধচক্রের গ্রেফতার—দু’টি ঘটনাই শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।



















