হাওড়া – হাওড়ার কোনায় চাঞ্চল্যকর ঘটনায় চড়ের আঘাতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ বেনারস রোডে কোনা হাইস্কুলের সামনে ভ্যানচালক অলোক নস্কর (৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী অসীম দাস (৫২)-কে ধাক্কা দেন। গোলা থেকে টালি নিয়ে যাচ্ছিলেন অলোক নস্কর। ধাক্কার পর দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং অভিযোগ, মেজাজ হারিয়ে অসীম দাস ভ্যানচালককে সজোরে চড় মারেন।
চড়ের পরই অলোক নস্কর রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে দ্রুত জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অভিযুক্তকে হাতেনাতে ধরে গণপিটুনি দেন। পরে দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসীম দাসকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
