হাওড়া – হাওড়ার ডোমজুড়ের রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকারই ওএনজিসির রাসায়নিক কারখানায় ভয়াবহ এই আগুন লাগে। দূরদুরান্ত থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। জানা যাচ্ছে, কারখানায় প্রচুর রাসায়নিক মজুত ছিল। সে কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার সর্বত্র। মাঝেমধ্যে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৪টি ইঞ্জিন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ডোমজুড় থানার পুলিশও। ইতিমধ্যেই কারখানার মধ্যে থাকা শ্রমিকদের যুদ্ধকালীন তৎপরতায় বের করে আনা হয়েছে। জানা যাচ্ছে, কারখানার মধ্যেই শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আলামপুর এবং অন্যান্য এলাকা থেকে ইঞ্জিন আনা হচ্ছে।
কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিপুল পরিমাণ রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। তবে মৃত্যুর ঘটনা ঘটেনি। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। প্রাথমিক অনুমান, রান্নার সিলিন্ডার ফেটে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ।
