হাওড়া – হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় জ্বলন্ত অবস্থায় উদ্ধার করা হল একটি বেসরকারি ব্যাংকের এটিএম। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দারা এটিএম বুথ থেকে ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান। কাছ থেকে দেখেই বুঝতে পারেন—মেশিনে আগুন লেগেছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ডোমজুড় থানা ও বাঁকড়া পুলিশ ফাঁড়িতে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীরা এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টা করে। পরে প্রমাণ মুছে ফেলতেই আগুন লাগিয়ে দেওয়া হয় মেশিনটিতে। ফলে সম্পূর্ণভাবেই পুড়ে ছাই হয়ে গেছে ওই এটিএম। তবে মেশিন থেকে টাকা লুট করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।




















