হাওড়া – হাওড়ার রানিহাটি মোড়ে ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির ট্রাক সজোরে ধাক্কা মারে ট্রাফিক কিয়স্কে, মুহূর্তে গুঁড়িয়ে যায় সেটি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক হোমগার্ড, আর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সিভিক ভলান্টিয়ার শাহনওয়াজ মোল্লা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে ১৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তার পাশে দাঁড়ানো ট্রাফিক কিয়স্কে ধাক্কা মারে। তীব্র অভিঘাতে কিয়স্কটি সম্পূর্ণ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে, তবে চালক পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালকের খোঁজে তল্লাশি চলছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



















