হাওড়ার হারপে জগদ্ধাত্রী পূজা ও মনোরম বিচিত্রা অনুষ্ঠান

হাওড়ার হারপে জগদ্ধাত্রী পূজা ও মনোরম বিচিত্রা অনুষ্ঠান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়ার হারপে জগদ্ধাত্রী পূজা ও মনোরম বিচিত্রা অনুষ্ঠান। হাওড়া জেলার হারপ অভয়াশ্রম ক্লাবের পরিচালনায় বাগনানের হারপে প্রতি বছরের ন্যায় এই বছরেও সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী জগধাত্রী পূজা। আজ নবমী। সকালে মায়ের পুজো দিয়ে শুরু হয়েছে, সন্ধ্যায় প্রচন্ড ভিড় গ্রামের দূর-দূরান্ত থেকে মায়ের ভোগ নিতে লম্বা লাইন দেখা যাচ্ছে।

 

‘নিত্য শক্তি’ নৃত্য গ্রুপের রিয়া গুছাইত-র পরিচালনায় রাত্রি ৮:৩০ মিনিটে শুরু হবে গ্রুপ নিত্য। রাত্রি ৯টায় আরো নানান মনোরম বিচিত্রানুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় সিরিয়াল খ্যাত নায়িকা ফুলকি, দুরদর্শন খ্যাত গায়িকা মহুয়া ভট্টাচার্য ও রকস্টার সানি। সভাপতি সন্ন্যাসী গুছাইত বলেন, “এত উপচে পড়া ভিড়ে বাগনান থানার প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। তাই প্রশাসনের সকলকে ও উপস্থিত জনতা কে হারপ অভয়াশ্রম ক্লাবের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করছি”।

আরও পড়ুন – বঙ্গ গৌরব সম্মান ২০২২

হাওড়ার হারপে জগদ্ধাত্রী পূজা ও মনোরম বিচিত্রা অনুষ্ঠান। হাওড়া জেলার হারপ অভয়াশ্রম ক্লাবের পরিচালনায় বাগনানের হারপে প্রতি বছরের ন্যায় এই বছরেও সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী জগধাত্রী পূজা। আজ নবমী। সকালে মায়ের পুজো দিয়ে শুরু হয়েছে, সন্ধ্যায় প্রচন্ড ভিড় গ্রামের দূর-দূরান্ত থেকে মায়ের ভোগ নিতে লম্বা লাইন দেখা যাচ্ছে। ‘নিত্য শক্তি’ নৃত্য গ্রুপের রিয়া গুছাইত-র পরিচালনায় রাত্রি ৮:৩০ মিনিটে শুরু হবে গ্রুপ নিত্য।

 

রাত্রি ৯টায় আরো নানান মনোরম বিচিত্রানুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় সিরিয়াল খ্যাত নায়িকা ফুলকি, দুরদর্শন খ্যাত গায়িকা মহুয়া ভট্টাচার্য ও রকস্টার সানি। সভাপতি সন্ন্যাসী গুছাইত বলেন, “এত উপচে পড়া ভিড়ে বাগনান থানার প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। তাই প্রশাসনের সকলকে ও উপস্থিত জনতা কে হারপ অভয়াশ্রম ক্লাবের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করছি”।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top