হাওড়া – হাওড়া-আমতা শাখায় আজ সকাল থেকে ব্যাপক উত্তেজনা। বড়গাছিয়া স্টেশনে যাত্রীরা রেল অবরোধে সামিল হন, যার জেরে প্রায় দুই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রুটে ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে চলাচল করছে। অনেক সময় স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন, ফলে প্রতিদিন নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই।
আজ সকালেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় যাত্রীদের। এর প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা ট্র্যাকের ওপর বসে বিক্ষোভ দেখান। অভিযোগ, বারবার অভিযোগ জানিয়েও রেলের তরফে কোনও স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়েই আজ রেল অবরোধের পথ অবলম্বন করেছেন তাঁরা।
অবরোধের কারণে একাধিক লোকাল ট্রেন আটকে যায় পথে। অফিসযাত্রী থেকে পড়ুয়াদেরও চরম দুর্ভোগে পড়তে হয়। রেল পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
