হাওড়া পুরসভা বিদেশি কুকুর পোষার জন্য লাইসেন্স বাধ্যতামূলক করল

হাওড়া পুরসভা বিদেশি কুকুর পোষার জন্য লাইসেন্স বাধ্যতামূলক করল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া – শখের বশে বিদেশি কুকুর কিনে পরে রাস্তায় ছেড়ে দেওয়া বা তাদের উপর অমানবিক নির্যাতনের ঘটনা রোধ করতে হাওড়া পুরসভা উদ্যোগ নিয়েছে। শহরে বিদেশি প্রজাতির কুকুর পোষার জন্য এখন থেকে অনলাইনে লাইসেন্স করানো বাধ্যতামূলক করা হয়েছে।

পুরসভা সূত্রে জানা গেছে, বিদেশি কুকুরের জন্য বছরে ১৫০ টাকা লাইসেন্স ফি দিতে হবে। হাওড়া পুরসভার ওয়েবসাইট থেকে লাইসেন্সের জন্য আবেদন ও রিনিউ করা যাবে। আবেদন করার সময় পোষ্যের টিকাকরণ সার্টিফিকেট এবং মালিকের আধার কার্ডের তথ্য জমা দিতে হবে। ভবিষ্যতে বিদেশি পাখি যেমন ম্যাকাও, কুকাটিয়েল, ক্যানারিস ইত্যাদি পোষার জন্যও লাইসেন্স ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে।

হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পোষ্যপ্রেমীদের দাবি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পোষ্যদের আইনি সুরক্ষা নিশ্চিত হবে এবং মালিকরাও বিভিন্ন সমস্যায় আইনি সহায়তা পাবেন।

স্থানীয়রা জানান, অনেক সময় কিছু অসাধু ব্যক্তি টাকার লোভে বিদেশি কুকুর বেআইনিভাবে প্রজনন করেন। এছাড়া অনেকে পোষ্যের ঠিকমতো দেখভাল বা চিকিৎসা করেন না, এমনকি নির্যাতনও করেন। এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুরসভার পদক্ষেপ জরুরি।

২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনামিকা রায় মৌলিক, যিনি একটি জার্মান শেফার্ড এবং একটি পরিত্যক্ত ল্যাব্রাডর পোষেন, বলেন, ‘পোষ্যরা আমাদের সন্তানের মতো। কিন্তু পরিত্যক্ত কুকুরের সংখ্যা ক্রমশ বাড়ছে। পুরসভার এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে বলে আমি আশা করি।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top